আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহত,বিদেশী মদসহ প্রাইভেটকার জব্দ

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বেপরোয়া গতিতে প্রাইভেটকারের (ঢাকা মেট্টো গ- ৪৩-০৪৫১) চাপায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট)কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল(সিএসই) বিভাগের ২০২১ব্যাচের ২য় বর্ষের শিক্ষার্থী মোহতাসিন মাসুদ(২২) নিহত হয়েছে। গত ১৯ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৩টায় পূর্বাচল উপশহরের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের নীলা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা মোহতাসিন মাসুদকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় একই ব্যাচের শিক্ষার্থী অমিত সাহা(২২) ও মেহেদী হাসান খাঁন(২১) আহত হয়। আহত অমিতকে ঢাকা মেডিকেলে ও মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমিত ও মেহেদী হাসান বুয়েটের আহসানউল্লাহ হলে থাকে। নিহত মোহতাসিন মাসুদ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার কুচিয়া মিয়াবাড়ী এলাকার মাসুদ মিয়ার ছেলে। তারা রাজধানীর কলাবাগানে থাকেন। এদিকে মৃত্যুর খবর বুয়েট ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে গতকাল শুক্রবার সকালে বুয়েটের শিক্ষার্থীরা গ্রেপ্তারকৃতদের শাস্তির দাবিতে রূপগঞ্জ থানায় অবস্থান নেয়।
এ ঘটনায় রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার আব্দল্লাহ আল মামুনের ছেলে এ লেভেলের শিক্ষার্থী মুবিন আল মামুন, তার বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এসময় তাদের সঙ্গে থাকা বিদেশী দুইটি মদের বোতলসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ১৯ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টারদিকে বুয়েটের শিক্ষার্থী মোহতাসিন মাসুদ তার দুই সহপাঠীকে নিয়ে পূর্বাচল নীলা মার্কেট এলাকায় ঘুরতে আসে। রাত ৩ টারদিকে তারা ঢাকায় ফিরে যাওয়ার সময় বালু ব্রীজের সামনে নীলা মার্কেট এলাকার চেক পোস্টে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের গতিরোধ করে। এসময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার চেকপোস্টের ব্যারিকেড ভেঙ্গে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে চাপা দিলে দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পিতা মাসুদ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ধারণা করা হচ্ছে গ্রেপ্তারকৃতরা মদ্যপানে মাতাল ছিল। তাদের ডোপ টেস্টের জন্য পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ শোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।