নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রাজধানীতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইফতার মাহফিলে যোগদান করেছেন। রবিবার (২ জুন) রাজধানীতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মাল্টিপারপাস হলে রাজনৈতিক নেতৃবৃন্দ পেশাজীবি সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে অংশ নেয় জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি । ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় গোলাম দস্তগীর গাজী বলেন, ইসলাম শান্তির ধর্ম । এখানে কোন মাদক সন্ত্রাসীদের স্থান নেই। মন্ত্রী পুলিশের উদ্দেশে বলেন, আপনারা পন্যে ভেজাল কারী এবং মাদকের গডফাদারদের আইনের আওতায় নিয়ে আসবেন। কোন দুর্নীতিবাজের সাথে আপোষ করবেন না।
এছাড়া গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এসবি) মীর শহীদুল ইসলাম ।