আজ রবিবার, ১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্ত্রাসীদের সাথে আপোষ নয়,পুলিশকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে:হাছিনা গাজী

সংবাদচর্চা ডটকম:

পুলিশকে সন্ত্রাসীদের সাথে আপোষ না করে জনগণের জানমাল রক্ষায় সততার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী।

শনিবার তারাবতে  “ওপেন হাউজ ডে” উপলক্ষে  রূপগঞ্জ কমিউনিটি পুলিশিং এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় হাছিনা গাজী বলেন,শহরে দিন দিন সমস্যা বৃদ্ধি পাচ্ছে।মাদকাসক্তের  পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ।মাদক আমদানিকারকদের চিহ্ন করতে হবে।

মেয়র পুলিশকে উদ্দেশ্য করে বলেন,অপরাধী যেই হোক না কে তাকে গ্রেফতার করবেন। কোন শোষণ কারীর স্থান রূপগঞ্জের মাটিতে নেই।কোন চাঁদাবাজের সাথে আপোষ করে চলবেন না।

তিনি আরো বলেন,পুলিশ দায়িত্ব পালনে সবাইকে সহযোগিতা করতে হবে।

এ সময় অন্যানে মধ্যে উপস্থিত ছিলেন,রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান,জেলা পরিষদের সদস্য শিলা রানী পাল,পুলিশ কর্মকর্তা কর্মচারীসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

 

 

স্পন্সরেড আর্টিকেলঃ