আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পুত্রবধুকে নিয়ে উধাও শ্বশুর

শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এ ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাতে শ্বশুর সাউদ আলীর বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ করেছেন ওই গৃহবধূর বাবা। এর আগে ২৪ জানুয়ারি উপজেলার মোহনপুর ইউপির কৈবর্তগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূর বাবা জানান, এক বছর আগে সাউদ আলীর ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। কিন্তু সাতদিন আগে তার মেয়েকে নিয়ে উধাও হয়ে যান শ্বশুর। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

উল্লাপাড়া মডেল থানার এসআই মো. আসলাম উদ্দিন বিশ্বাস বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।