মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় স্বর্ণের বার আটক করা হয় পুটখালি গরুর খাটাল এলাকা থেকে। তবে এসময় পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, পুটখালি সীমান্ত দিয়ে একটি স্বর্নের চালান ভারতে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি‘র একটি টহলদল পুটখালি আমবাগানে অভিযান চালায়। বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তার পরিহিত লুঙ্গির মধ্যে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার পুটখালি পশু খাটালের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় স্বর্ণের চালানটি। যার ওজন এক কেজি ১৭০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৪৯ লাখ ১৪ হাজার টাকা। আটক স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।