আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পুইড়া শেষ

সংবাদচর্চা রিপোর্ট
নিতাইগঞ্জ বি কে রোডের অবস্থিত হোসাইনিয়া ফ্লাওয়ার মিলস নামের একটি প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৩টার সময় এই অগ্নিকন্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। পরে খবর পেয়ে ভোর ৪টার সময় ঘটনাস্থলে আসে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর সকাল ৭টার সময় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
জানা যায়, সাপ্তাহিক ছুটি থাকায় সারাদিন মিলসটি বন্ধ ছিলো। হঠাৎ করেই রাতে আগুন ধরে এই প্রতিষ্ঠানে প্রায় সব পুড়ে যায়। মালিক পক্ষ দাবি করছে অগ্নিকান্ডের ঘটনায় প্রতিষ্ঠানের ৬০-৭০ লক্ষ টাকার মালামলের ক্ষতি হয়েছে। এ ঘটনায় হোসাইনিয়া ফ্লাওয়ার মিলসের ম্যানেজার মো. এলভিন ভুইয়া গতকালই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করেছেন। জিডি নম্বর ২৯১।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকান্ডের উৎপত্তি কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে ধারনা করা হচ্ছে হাই ভোল্টেজ বিদ্যুৎ’র থেকে এই আগুনের উৎপত্তি ঘটেছে। অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা হয়নি বলে নিশ্চিত করেছেন তারা।