এস.ডি রিপন মাহমুদ ॥
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জাতীয় শিশু দিবস উপলক্ষে ৩দিনব্যাপী শিশু আনন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।
শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে পিরোজপুর সদরে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির প্রমূখ।
পরে শিশু আনন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। শিশু আনন্দ মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর- ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ.কে.এম.এ আউয়াল। জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপু পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, কাজী তোফায়েল হোসেন, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, আক্তারুজ্জামান ফুলু, শাহিদা বারেক ও শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন।পিরোজপুরের জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এই তিন দিন ব্যাপী শিশু আনন্দ মেলা শুরু হয়েছে।