আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পিবিআই নারায়ণগঞ্জের উদ্যোগে শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:

পিবিআই নারায়ণগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।

রবিবার ১৫ আগস্ট সকাল সাড়ে ৯ টায় নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাড়া ‘বিজয় স্তম্ভ’ তে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের পাশাপাশি পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর নেতৃত্বে অত্র ইউনিটের সকল অফিসার ও ফোর্স স্ব-শরীরে হাজির হয়ে জাতির পিতাসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে যথাযথ সম্মান এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে পুস্পস্তবক অর্পণ করে। পুস্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার জাতির জনকের জীবন ও কর্মের উপর আলোকপাত করেন।

এছাড়াও জাতির পিতাসহ তার পরিবার এবং ১৫ই আগস্টে নিহত সকল শহিদের রুহের মাগফেরাত ও কল্যান কামানা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। অনুষ্ঠান শেষে সকল অফিসার ও ফোর্সদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়।