আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পিপি ব্যাগে চাউল আমদানী করা যাবে না – মন্ত্রী গাজী কঠোর হুশিয়ারি

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, পিপি ব্যাগে চাউল আমদানি করা যাবে না। কেউ যদি পিপি ব্যাগে চাউল আমদানি করে ঐ চাউল বাজেয়াপ্ত করা হবে।

বুধবার দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৭ টি বিষয়ের উপর বিভিন্ন সমস্যা নিয়ে স্টেকহোল্ডারদের সাথে মত বিনিময় সভা মন্ত্রী  এসব কথা বলেন।

তিনি বলেন, যারা পিপি ব্যাগে চাউল আমদানি করছেন তাদের ১৫ দিনের মধ্যে শেষ করতে। পাটজাত পন্যের মোড়ক ব্যবহার আইন ২০১০ বাধ্যতামুলক শতভাগ বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে প্রত্যেক জেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

এছাড়া মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলে, পাটের গুনগত মান বৃদ্ধি করতে হবে । নিজেরা উন্নত বীজ উৎপাদন করতে হবে  । কৃষকদের উন্নত বীজ উৎপাদনে প্রয়োজনে সহায়তার ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান,অতিরিক্ত সচিব রীনা পারভীন, মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক সহ অনেকে।