আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পিনুর মৃত্যুতে জেলা আ.লীগ সভাপতির শোক

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার খান পিনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই। এক শোক বার্তায় আব্দুল হাই তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত গত ৩০ এপ্রিল রাত ১২.৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল জব্বার খান পিনু ইন্তেকাল করেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইউনাইটেড হসপিটালে ১৬ দিন লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।

বৃহস্পতিবার (৬ মে) সকাল ১১ টায় মুড়াপাড়া সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে জানাজার নামাজে শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ভুলতা ইউনিয়নের মাসুমাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।