আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পারেননি সেলিম ওসমান

সংবাদচর্চা রিপোর্ট
বলেছিলেন জানুয়ারি মাসের মধ্যেই জাতীয় পার্টির কমিটি গঠন হবে। তবে শেষ পর্যন্ত তা পারেননি সেলিম ওসমান। ৮ বছর ধরে আহ্বায়কের উপর ঝুলে থাকা জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটির কোন সুরাহাও হয়নি বলে জানা গেছে। যদিও এরই মধ্যে নারায়ণগঞ্জের অনেকে পার্টির কেন্দ্রীয় কমিটিতে পদ নিয়ে নিজের অবস্থান পোক্ত করেছেন ঠিকই।

সূত্র জানায়, ২০১২ সালের আগস্টে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি ও মহানগর জাতীয় পার্টির কমিটির মেয়াদ শেষ হয়। পরে আহ্বায়ক কমিটি গঠন হয়। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক করা হয় আবুল জাহেরকে আর সদস্য সচিব হন এডভোকেট আব্দুল মজিদ খোন্দকার। মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক হন সানাউল্লাহ সানু আর সদস্য সচিব আকরাম আলী শাহীন। অর্ধযুগেরও বেশী সময় ধরে এ আহ্বায়ক কমিটির উপর ভর করেই চলছে নারায়ণগঞ্জের জাতীয় পার্টি। এ নিয়ে ক্ষুব্দ তৃণমূল। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জের গুরুত্বর্পুণ ২ টি আসনেই জাতীয় পার্টির এমপি রয়েছে। তারাও দলের কর্মীদের ক্ষোভ দূর করতে পারছে না। কিন্তু নিজেরা ঠিকই পদ বাগিয়ে বসে আছেন। কিছু দিন আগে সাংসদ সেলিম ওসমান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হয়েছেন। অন্যদিকে সাংসদ লিয়াকত হোসেন খোকা কেন্দ্রীয় জাতীয় স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি নির্বাচিত হন।
এদিকে গত বছরের ১৫ ডিসেম্বর সেলিম ওসমান বন্দরে একটা অনুষ্ঠানে বলেন, দলের ভিতর কোন অভ্যন্তরীন কোন্দল রাখবেন না। জানুয়ারি মাসের ভিতরেই আমাদের সম্মোলন হবে। যেই কমিটি আপনারা বানাবেন তাই হবে। কিন্তু সবাইকে একত্রিত হতে হবে। আমাকে দায়িত্ব দিবেন আমি কমিটি করে দিবো। সেলিম ওসমানের এমন বক্তব্যের পর পার্টির নেতাকর্মীরা ভেবেছিলেন, এবার ঠিকই কমিটি গঠন হবে। অনেকের মনেই আশা জেগেছিলো এ নিয়ে। তবে জানুয়ারি মাস শেষ হয়ে গেলেও কমিটি হয়নি। এমনকি এ নিয়ে কোন কথাও শোনা যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের বলেছিলেন, ফেব্রুয়ারি মাসের ১ তারিখের সভায় কমিটি কবে হবে তার সিদ্ধান্ত দিতে পারে এমপি সেলিম ওসমান। তবে সে সভায়ও কমিটির বিষয়ে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৯ সালে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১০ সালে মেয়াদ শেষ হলে ২০১৩ সালে সেই কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি গঠন করা হয়।