পাবনায় যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে আ.লীগ নেতাকে হত্যার হুমকিনবকুমার :
পাবনার বেড়া উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দাদা কে হত্যার হুমকি দিয়েছে হত্যা মামলার আসামী সন্ত্রাসী যুবলীগ সভাপতি প্রার্থী ফজর আলী।
গত ২0শে জানুয়ারী হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের যবুলীগের সম্মেলন হওয়ার কথা ছিলো ভোটের মাধ্যমে কিন্তু বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন পদ ভাগাভাগির প্রস্তাব দেওয়ার কথা বলে হাটুরিয়া বাজারের সম্মেলন বেড়া পৌর সভার মধ্যে নিয়ে যায় ।
যুবলীগের সম্মেলনের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর আলম দাদা কে গুলি করে হত্যার হুমকি দেয় ফজর আলী।মেয়র বাতেন কে ইঙ্গিত করে বলে দাদা জাহাঙ্গীর কে সাবধান হয়ে যেতে বলেন ।
জাহাঙ্গীর আলম দাদা গত ২১/০১/২০১৮ তারিখে বেড়া থানায় একটি জিডি করছে জিডি নং৭৫৮।
নাম প্রকাশ্যে অনইচ্ছু যুবলীগ নেতা বলেন, মেয়র আব্দুল বাতেন খুনি ফজর কে যুবলীগের সভাপতি বানাতে চায় কিন্তু পারে না নেতাদের চাপের মুখে সম্মেলন স্থগিত রাখে।
কুখ্যাত খুনি ফজর আলী হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলু কে হত্যা করে।পর্যায়ক্রমে হিন্দু সম্প্রদায়ের লোকদের বিভিন্ন সময় ভয় দেখায়।
সরজমিনে ঘুরে দেখা গেছে যে সন্ত্রাসী ফজর আলী পাবনা ১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু ও তার ভাই বেড়া পৌর সভার মেয়র আব্দুল বাতেনের হাত ধরে আওয়ামীলীগে যোগ দিয়ে অসামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেছেন যে বেড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেয়র আব্দুল বাতেনের ছায়ায় সন্ত্রাসী ফজর আলী থাকে।