নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দেশের কোন জেলায় কতজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন সংসদে তার হিসাব দিয়েছেন ।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে ২ লাখ ৩৪ হাজার ৮২৪ জন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। বৈধ মুক্তিযোদ্ধাদের অনুকূলে স্থায়ী অর্থাৎ ডিজিটাল সনদ প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন। অচিরেই দেশব্যাপী একদিনে একযোগে ডিজিটাল সনদ দেয়া হবে।
মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী পাবনা জেলা জুড়ে ২ হাজার ৪ শ ৭৯ জন বৈধ মুক্তিযোদ্ধা রয়েছে।