আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাটের আগ্রহ বাড়ছে : বস্ত্র ও পাটমন্ত্রী

নানা আয়োজনে সারা দেশে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ৬ মার্চ) সকালে  ঢাকা অফিসাস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় ৪র্থ জাতীয় পাট দিবসের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এসময় তিনি বলেন, সারা বিশ্বে প্লাস্টিকের বর্জন শুরু হয়েছে। পাটচাষে আগ্রহ বাড়ছে। পাটের নতুন নতুন মার্কেট তৈরী হচ্ছে। জেপিডিসির মাধ্যমে পাটের বহুমুখী পণ্য উৎপাদন হচ্ছে। পাটজাত পণ্যের গুনগত মানবৃদ্ধি পেয়েছে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পাটকে ভালোবেসেছেন। বঙ্গবন্ধু ৬ দফায় পাটের কথা উল্লেখ করেছেন। মুজিব বর্ষের আগে জাতীয় পাট দিবসের উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্যমনে করছি। এবারের জাতীয় পাটদিবস বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হলো । বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটখাতের উন্নয়নে আমাদের সব ধরণের সহযোগিতা করছে।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘গত পাট উৎপাদন মৌসুমে দেশে ৭৪ দশমিক ৪৬ লাখ বেল কাঁচাপাট উৎপাদন হয়। চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে পাট ও পাটজাত পণ্যে ৬১৬ দশমিক ২০ মিলিয়ন ডলারের রফতানি আয় হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৮২ শতাংশ বেশি। সামনে রপ্তানি আয় আরো বাড়বে।

সবাইকে বহুমুখী পাট মেলায় যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের গ্রামে-গঞ্জে পাটের চাহিদা বৃদ্ধি পেয়েছে। পাটের দাম এখন বাড়ছে। নারায়ণগঞ্জ নরসিংদী এলাকায় যেখানে কাপড়ের মিল ছিলো উদ্যোক্তারা এখন সেখানে কাপড়ের পরিবর্তে জুটমিল করছে ।পাটজাত পণ্যে তারা এখন লাভবান হচ্ছে। আমাদের পাটের প্রচার বাড়াতে হবে। জনগণ যেটা চায় সেই ধরণের পণ্য উৎপাদন করতে হবে।

মন্ত্রী বলেন, পাট আমাদের সম্পদ। এটাকে সকল মন্ত্রণালয় মিলে রক্ষা করতে হবে। শিল্প মন্ত্রণালয় , শ্রম মন্ত্রণালয় ,বাণিজ্য মন্ত্রণালয়  আমাদের সহযোগিতা করছে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া , তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, পাট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সওদাগর মোস্তাফিজুর রহমানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চারদিনব্যাপী পাট মেলার উদ্বোধন ঘোষণা করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এ সময় তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।

এর আগে বস্ত্র ও পাট খাতে বিশেষ অবদানের জন্য ১১টি ক্যাটাগরিতে ১১ জনকে পুরস্কার দেয়া হয়।