আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাট ও বস্ত্র খাত উন্নয়নে কর্মশালা

সংবাদচর্চা রিপোর্ট:
২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এর সূচক “পাট ও বস্ত্র খাত উন্নয়ন ও সম্প্রসারণ” বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৬ মার্চ) সাভার কর্মশালা অনুষ্ঠিত হয়। বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, বঙ্গবন্ধু পাটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে আমরা সবাই আন্তরিকভাবে পাট ও বস্ত্র খাতের উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করে যাব।
এছাড়া তিনি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করেছেন।