আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে আটক করেছে দেশটির ন্যাশনাল ব্যুুরো অব অ্যাকাউন্টিবিলি। সোমবার ইসলামাবাদে তার বাসা থেকে জারদারিকে আটক করা হয়। ডন, বিবিসি।

জারদারির বিরুদ্ধে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে জারদারি ও তার মেয়ে ফারইয়াল তালপুরের আগাম জামিন বাতিল করে ইসলামাবাদ হাইকোর্ট।

গ্রেপ্তারের সময় জারদারির ছেলে বিলওয়াল ভুট্টো ও মেয়ে আসিফা ভুট্টো উপস্থিত ছিলেন। এ সময় কয়েকশ’ নেতাকর্মী জারদারিকে বহন করা গাড়ি ঘিরে স্লোগান দেয়।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জারদারি বর্তমানে পাকিস্তান পিপলস পার্টি(পিপিপি) এর কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।