আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে পল্লী চিকিৎসক কর্তৃক রোগীকে ধর্ষণ অবশেষে কারাগারে

পল্লী চিকিৎসক

ঝিনাইদহে পল্লী চিকিৎসক কর্তৃক রোগীকে ধর্ষণ অবশেষে কারাগারেপল্লী চিকিৎসক

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে রোগীকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম তারেক নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। মামলার বিবরণে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের গোপালপুর গ্রামের এক গৃহবধূকে চিকিৎসার অজুহাতে ধর্ষণ করে তারেক। তারেক একই গ্রামের লুৎফর রহমানের ছেলে। বুধবার বিকালে ভিকটিম বাদী হয়ে মহেশপুর থানায় একটি অভিযোগ করেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ করিব জানান, অভিযোগ পেয়ে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রাতে অভিযান চালিয়ে তারেককে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।