আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পলাশের হস্তক্ষেপে শ্রমিকরা পেল বকেয়া বেতন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ পলাশের হস্তক্ষেপে বালুবাহী বাল্কহেড এমবি ডেমরা (৩) ও এমবি লুবনা (১) এর শ্রমিকরা পেয়েছে তাদের বকেয়া বেতন।

জানা গেছে এমবি ডেমরা (৩) ও এমবি লুবনা (১) এর শ্রমিকরা তাদের বকেয়া বেতনের টাকা যেনো পায় সে লক্ষ্যে বাংলাদেশ ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন রেজি নং ৪০৪৩ এর বরাবর একটি অভিযোগ দাখিল করে। তারই প্রেক্ষিতে জাকির হোসেনের নিকট থেকে উল্লেখিত দুই বালুবাহী বাল্কহেড এর চালক ও স্টাফদের বকেয়া বেতনের ৩ লাখ টাকা আদায় করে দেন।

মঙ্গলবার ২০ এপ্রিল দুপুরে আলীগঞ্জ লেবার হলে আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ এমবি ডেমরা ৩ এর চালক সোহেল ও এমবি লুবনা ১ এর চালক আলমের নিকট এ টাকা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন রেজি নং ৪০৪৩ এর সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান মাষ্টার, সহ-সভাপতি মোঃ হারুন মোল্লা, মেরিন ড্রাইভার মোঃ নাজমুল হোসাইন, অয়েলম্যান মোঃ মামুন, মোঃ মাসুম মাঝি, সালাহউদ্দিন সুকানি, কোয়ার্টার মাষ্টার মোঃ মেহেদী হাসান সুমন খান প্রমুখ।