আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পরীক্ষার আগের রাতে বাসর হলো না নাদিয়ার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রশাসনের হস্তক্ষেপে নাদিয়া আক্তার (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার উপজেলার গোপালদী পৌরসভার কলাগাছিয়া গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়। নাদিয়া আক্তার ওই গ্রামের হামিদ খানের মেয়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ উজ্জল হোসেন জানান, প্রমাসনের নিকট খবর আসে উপজেলার কলাগাছিয়া গ্রামে শুক্রবার নাদিয়া আক্তার নামে এক জেএস সি পরীক্ষার্থীর বাল্য বিবাহ অনুষ্ঠিত হচ্ছে। এই খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। পুলিশ বিয়ে বাড়ীতে গিয়ে ওই শিক্ষার্থীর অভিভাবকদের উপজেলা পরিষদে নিয়ে আসেন। কনের বাবা-মা এবং পরিবারের সকলকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করলে ১৮ বছর না হওয়া পর্যন্ত তারা মেয়ের বিয়ে দিবে না বলে মুচলেকা দেন। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ