আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পরিজনের জন্য কেনাকাটা করতে পছন্দ করি – অ্যাড. শরীফুল ইসলাম শিপলু

ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই একে অপরের মাঝে ভালবাসা বিলিয়ে দেওয়ার মূহুর্ত। প্রতিবেদকের সাথে এবারের ঈদ আড্ডায় কথা বলেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু।

ঈদ উদযাপন প্রস্তুতি নিয়ে অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু বলেন,  ঈদের নামাজের পর সকালটা বাবা-মা পরিবারের সাথে সময় কাটানো, তারপর বন্ধুদের সাথে আড্ডায় আমার ঈদ কাটে। ঈদে নিজহাতে পরিজনের জন্য কেনাকাটা করতে পছন্দ করি।

ঈদের আনন্দ আমার কাছে আপেক্ষিক। বয়সের স্থরে এর অনুভবও আলাদা। ঈদের সালামি আমাকে আনন্দিত করেনি কখনো। আমি একটু ভোজন রসিক| বিকেলে ছেলে মেয়ে নিয়ে নিকট আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই।  সবার বাসাতেই কিছু কিছু খাওয়া দাওয়া করি।ঈদে মজার মজার খাবার খেতে আমি ভালোবাসি।

শৈশব কেটেছে দাদাবাড়ী নবীগঞ্জ। আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যাওয়া আর মজার মজার রেসিপি খাওয়া আমার ভালো লাগতো তখন।  আর এখন ঈদ মানেই বন্ধুদের সাথে নিজ এলাকা বন্দরে চুটিয়ে আড্ডা দেয়া।  বিশেষ করে স্কুলের বন্ধুদের সাথে আড্ডা। সকলের কর্মব্যস্ত জীবনে সবাই দুরে দুরে থাকে। ঈদকে কেন্দ্র করে সবাই আসে এলাকায়। সকাল হতে আড্ডা চলে থেমে থেমে। ঈদের পরদিন শ্বশুরালয়ে বেড়াতে যাই। ঈদের পোশাকে আমার পছন্দ পাঞ্জাবি। আর পাঞ্জাবিটা আমর একমাত্র ছোট বোন ডাঃ ইশরাজ জানান শিলা-ই বছর দশক ধরে কিনে দেয়। একটা সময় ঈদের পরদিন বন্ধুদের সাথে বেড়াতে যেতাম দূরে কোথাও।  তবে বিয়ের পড়ে এই ঘুরাঘুরি খুব মিছ করি।  তবে বাবা মা সন্তান বন্ধুদের নিয়ে ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটে। ঈদের সকালে নিয়মিত আমার বাসায় মায়ের হাতের ভুনাখিচুড়ি রান্না হয়। যা আমার খুর প্রিয়। ভুনাখিচুড়ি আর সেমাই দিয়ে ঈদের সকাল শুরু হয়|

শুভানুধ্যায়ী সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এই আইনজীবী নেতা বলেন, এই ঈদ পরিবারের সকলকে নিয়ে সবার নিরাপদ, সুন্দর ও আনন্দে কাটুক এবং দেশমাতা বেগম খালেদা জিয়া দ্রুত কারামুক্ত হবে এই কামনা করি|