আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পপুলার লাইফ ইন্সুরেন্স থেকে আরবী আক্তারকে বহিস্কার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এর ইসলামী ডিপিএস প্রকল্পের নবীগঞ্জ জোনের নবীগঞ্জ-৪৬৪ ব্রাঞ্চের অফিস সহকারী আরবি আক্তারকে বহিস্কার করা হয়েছে। তাহার বিরুদ্ধে বন্দর থানায় গত ২৩ অক্টোবর একটি সাধারন ডায়েরী (ডায়েরী নং- ১০২১) করা হয়েছে।

অতিরিক্ত প্রকল্প পরিচালক কামরুজ্জামান চাঁদ জানান, নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীগঞ্জের কুশিয়ারা সুতারপাড়া গ্রামের মাসুদ রানার স্ত্রী আরবি আক্তার ইন্সুরেন্সের ডিপিএস প্রকল্পে কর্মরত অবস্থায় অর্থ আত্মসাত ও গ্রাহকের ক্ষতি সাধন করে। অভিযোগ প্রমানিত হলে গত ২৫ মার্চ তাকে চাকরি থেকে বহিস্কার করা হয়েছে। কিন্তু তারপরও সে গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করে আসছে জানতে পেয়ে বন্দর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

তিনি অত্র ইন্সুরেন্স কোম্পানীর কোন গ্রাহককে আরবী আক্তারের সাথে আর্থিক লেনদেন না করার আহ্বান জানান। তার সাথে লেনদেন গ্রাহকের আর্থিক ক্ষতি সাধিত হলে এর জন্য কোম্পানী কোন প্রকার দায়ভার গ্রহণ করবে না বলেও জানিয়েছেন।