নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাস স্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পন্যবাহী কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো-ম-১৪-০৬৭৫) খাদে পরে গেছে।
শুক্রবার ১১ মে সকালে ঢাকা থেকে আগত প্রান আরএফএল কোম্পানী সুইফট টয়লেট ক্লিনার বাজারজাতকারী একটি কাভার্ডভ্যান সানারপাড় বাস স্ট্যান্ড এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুল আবেদ জানায়, সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে আগত একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সানারপাড় এলাকায় খাদে পরে যায়। কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে, তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।