আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ার ধলঘাটে অস্ত্র ব্যবসায়ী আকতার হোসেন র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার

ইমরান সোহেল, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকা থেকে অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। আটক হওয়া অস্ত্র ব্যবসায়ীর নাম মো: আকতার হোসেন (৫২)। সে ঈশ্বরখাইন মোনাফ গার্ডের বাড়ী এলাকার মৃত আহম্মদ সবীরের পুত্র। তার কাছে একটি কাটা রাইফেল, একটি অস্ত্রের বাট ও দুই রাউন্ড টি. থ্রি, রাইফেলের গুলি পাওয়া যায়। গত শনিবার গভীর রাতে র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে আকতার হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করে। এ ঘটনায় র‌্যাব-৭ এক ডিএডি মো: শহীদুল আলম বাদী হয়ে অবৈধ অস্ত্র রাখার দায়ে পটিয়া থানায় মামলা দায়ের করেছে। পটিয়া থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আকতার হোসেন দীর্ঘ দিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় অবৈধভাবে মদ, আগ্নেয়অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছিল। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকার মোনাফ গার্ডের বাড়ী থেকে একটি কাটা রাইফেল, একটি অস্ত্রের বাট ও দুই রাউন্ড টি. থ্রি, রাইফেলের গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
পটিয়া থানার ওসি (তদন্ত) মো: রেজাউল করিম মজুমদার জানান, পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকা থেকে অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী মো: আকতার হোসেন কে র‌্যাব-৭ এর একটি দল গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে গতকাল রবিবার আকতার হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রামে বিশাল ওয়াজ মাহফিলে মাওলানা নূরী