আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নয়ামাটি ব্যবসায়ীদের নয়ারূপ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ  শহরের যেসব এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা বেশি সেসব এলাকার জনসমাগমও বেশি হচ্ছে। শহরের নয়ামাটি এলাকায় সরকারী নির্দেশনা অমান্য বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়ে আড্ডা দিচ্ছে এলাকার সাধারণ মানুষ। খোলা হয়েছে বেশ কিছু দোকানপাটও।  সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।

সরেজমিনে দেখা যায়, শহরের নয়ামাটি এলাকায় বিনা প্রয়োজনে বাসা থেকে বাসা থেকে বের হয়ে অযথা ঘোরাফেরা করছে এলাকার সাধারণ মানুষ। দূরত্ব বজায় না রেখে যেখানে সেখানে শুধু শুধু ভিড় করছে তারা। ভেতর থেকে দরজা বন্ধ করে ব্যবসা চালাচ্ছেন দোকানীরা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে সচেতন মানুষ।
নারায়ণগঞ্জ সচেতন নাগরিকদের দাবি করোনাভাইরাসের ঝুঁকি কমাতে নয়ামাটি এলাকার ব্যবসায়ীদের আরও সচেতন হতে হবে। এতে করে কারখানার শ্রমিক ও মালিকদের করোনার ঝুঁকি কমে আসবে ।