আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বললেন জেলা জজ

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতার বলেছেন, ‘বিচারক ও আইনজীবীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। ন্যায় বিচার সকলের একটি সাংবিধানিক অধিকারও বটে। ন্যায়, নিষ্ঠা ও সততা দ্বারা এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে অবশ্যই প্রত্যেককে জবাবদিহীতা করতে হবে। নয়তো বিচার প্রার্থীরা কখনই আমাদের ক্ষমা করবে না।’

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা আইনজীবী সমিতি ভবনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী, আইনজীবী সন্তানদের জিপিএ-৫ প্রাপ্ত, আইন পেশায় ২৫ বছর পূর্তি, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আইন পেশায় আপনাদের ২ যুুগেরও বেশি সময় পার করেছেন। আপনাদের দক্ষতা ও অভিজ্ঞতা নারায়ণগঞ্জের বিচার প্রার্থী মানুষে ন্যায় বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ন্যায় বিচারের সহযোগীতায় সুন্দর ও সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠায় আপনারা আরো কার্যকর ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি। বিগত সিনিয়র আইনজীবী, বারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা প্রদানে সত্যিই  আমি অভিভূত। আপনাদের নেতৃত্বে যেমন আইনজীবীদের সঠিক ভাবে পরিচালিত করেছে তেমনি বিচারকগণও সর্বাত্মক সহযোগিতা পেয়েছে। আপনাদের সত্যিকে সত্যি ও মিথ্যা বলার সৎ সাহস আমার সত্যিই ভালো লাগে। দলমত নির্বিশেষে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপনারা বদ্ধপরিকর বলেই আমি মনে করি।

অনুষ্ঠানে সমিতির সিনিয়র সহ সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অ্যাডভোকেট মোঃ আলাউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মোঃ আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহিদুল ইসলাম ও জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহম্মেদ প্রমুখ।

সিনিয়র অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আমিনুল হক, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট শিমুল সাহা, অ্যাডভোকেট খোকন সাহা, অ্যাডভোকেট জাাকির হোসেন, অ্যাডভোকেট হাছান ফেরদৌাস জুয়েল সহ বিগত সময়ের জেলা আইনজীবী সমিতির বিভিন্ন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও এসময় কৌশিক কুমান জয়, ঋতুপর্ণা চক্রবর্তী, ফাহমিদা ফাইজা, ফাতেমা জান্নাত মেরিনা, নুসরাত জাহান আরিফা, আনিকা তাবাসসুম, তাসরিফ আনোয়ার, অমৃতা মোদক, সাজ্জাদ হোসেন আরিফ সহ ৪৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষাথীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।