টি.আই.আরিফ
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, আওয়ামী লীগ গণমানুষের দল। জননেত্রী শেখ হাসিনা দেশের সবক্ষেত্রে উন্নয়ন করেছেন। জনগণ এখন সেই উন্নয়নের সুফল ভোগ করছে। আগামী নির্বাচনে সবাই উন্নয়ন দেখে ভোট দেবেন। নৌকায় ভোট দিলে আরও বেশি উন্নয়ন পাবেন। উন্নয়ন না করলে ভোট দেবেন না।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের সাথে রাজনীতির নামে অনেক ভাওতাবাজি করেছে। তাঁরা এখন কোনকিছুতেই পারছে না। আমি রূপগঞ্জ ছেড়ে কোথাও যায়নি। করোনার সময় বিএনপি নেতারা জনগণের পাশে ছিলো না।
রোববার (১৯ মার্চ) দুপুরে রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ এলাকায় ক্লাব প্রিমিয়াম, আশালয় লিমিটেড এর ক্লাব হাউসের ভিত্তি প্রস্তর স্থাপন এবং নাম ফলক উম্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ক্লাব প্রিমিয়াম, আশালয় লিমিটেড এর সহসভাপতি স্কোয়াড্রন লীডার (অবঃ) এ এ এম এম সামসুজ্জাহান শামস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ক্লাব প্রিমিয়াম আশালয় লিমিটেড এর সাধারন সম্পাদক গৌতম কুমার দাস, আশালয় প্লট মালিক সোসাইটি’র সভাপতি ব্যারিষ্টার ওমর ফারুক চৌধুরী, ক্লাব প্রিমিয়াম আশালয় লিমিটেড এর মহিলা বিষয়ক সম্পাদক ড. সীমা ইসলাম, ক্লাব প্রিমিয়াম আশালয় লিমিটেড এর যুগ্মসাংগঠনিক সম্পাদক লায়ন এডভোকেট কাজী আশরাফুল হক জুয়েল সহ অনেকে।
একইদিনে আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া, আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালক মনিরুল হক মনির, আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরা খান সহ অনেকে।