নৈতিক শিক্ষা আর ধর্মীয় শিক্ষা দুটো খুব গুরুত্বপূর্ণ- শাহিদা
ইমরান সোহেল, চট্টগ্রাম ব্যূরো:
বাঁশখালী পশ্চিম চাম্বল শাহ আমানত দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহিদা আকতার জাহান বলেন, নৈতিক শিক্ষা আর ধর্মীয় শিক্ষা দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। পাঠ্য বইয়ের শিক্ষায় শিক্ষিত হলে দেশ ও জাতি, সমাজ, মানব, মানবতার শিক্ষা কিন্তু কোথাও দেয়া হয়নি। এজন্য নৈতিক আর্দশ বুকে ধারণ করতে হলে নৈতিক শিক্ষার প্রয়োজন রয়েছে। আজ বৃহস্পতিবার ২৫ জানুয়ারি সকাল ১০টায় বাঁশখালী পশ্চিম চাম্বাল শাহ আমানত দাখিল মাদ্রাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহান উপরোক্ত কথাগুলো বলেন। মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ জাকরিয়া বিন হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার ইশতিয়াক আহমদ, সহ সুপার মাওলানা আবদুর রশিদ, বাঁশখালী উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইদ্রস, শিক্ষক নেতা লিটন কান্তি পাল, সাবেক ছাত্র পরিষদের নেতা মো. নুরুল আলম, দক্ষিণ জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির, উপজেলা মহিলা যুবলীগ সভাপতি রোকসানা আকতার, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহেনা আকতার, ফাতেমা আকতার, মো. হোসেন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ফারুক হোসেন, শাহদাত হোসেন,মারজান বেগম, রহিমা বেগম প্রমুখ।