আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নেশার টাকা না পেয়ে নিজ বাড়ীতে আগুন!

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের গোদনাইলে নেশার টাকা না পেয়ে নিজ বাড়ীতে আগুন দিয়েছে মাদকাসক্ত বখাটে সেলিম (৩৫)। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৪ টি কক্ষ। ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক ৬ লাখ টাকার মালামাল। সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে বাড়ীর ভাড়াটিয়া ফেরি করে বাদাম বিক্রেতা রফিকুল ইসলাম ও গার্মেন্টস শ্রমিক হৃদয়। গত সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১১ টায় নাসিক ৮নং ওয়ার্ডের গোদনাইল তাঁতখানা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায় নেশাগ্রস্থ সেলিম।
জানা গেছে, নেশার টাকা না পেয়ে নাসিক ৮ নং ওয়ার্ডের গোদনাইল তাতঁখানা এলাকার কেন্দুশাহার মাদকাসক্ত বখাটে ছেলে সেলিম ক্ষোভে নিজ পিত্রালয়ে আগুন ধরিয় দেয়। এতে বাড়ীর ভাড়াটিয়া রফিকুল ইসলাম ও হৃদয়ের ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আগুনে পুড়ে ৩টি ফ্রিজ, ৪টি খাট, ৪ টি সিলিং ফ্যান, ২টি রঙ্গিন টিভি, ষ্টীলের আলমারি, সুকেজ, সুফাসেট, বস্ত্র, ও নগদ ৬৫ হাজার টাকা। পিত্রালয় আগুনে পুড়িয়ে বখাটে সেলিম উল্লাস করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। তবে তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
অভিযোগ জানা গেছে, শুধু নিজ পিতা-মাতাই নয় মাদকাসক্ত সেলিমের অত্যাচারে তাঁতখানা এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পরেছে।
খবর পেয়ে রাতেই সিদ্ধিরগঞ্জ থানার এস আই মোজাম্মেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়ারা ক্ষতিপুরণ দাবি করছে। ক্ষতি পুরন না পেলে বাড়ীর মালিক কেন্দুশাহা ও তার ছেলে সেলিমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবে বলে জানায় ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়ারা।