আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নেতাকর্মীদের ব্যর্থতায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর ঈদ কারাগারে!

সংবাদচর্চা রিপোর্ট
ঈদের পূর্বেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি হচ্ছে। কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা জানিয়েছিলেন এমনটাই। কেন্দ্রীয় নেতাদের সুরে সুর মিলিয়ে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা দেখেছিলেন স্বপ্ন। জানিয়েছিলেন নেত্রীর মুক্তি হতে চলেছে। তবে সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেলো তাদের। কারণ ঈদের পূর্বে মুক্তি হচ্ছে না খালেদা জিয়ার। ঈদের পূর্বে খালেদার মুক্তি বিএনপি নেতাকর্মীদের দুঃস্বপ্ন। বিএনপি নেতাকর্মীদের ব্যর্থতায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর ঈদ কারাগারে! এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক বোদ্ধামহল।
নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ সময় ক্ষমতার স্বাদ বঞ্চিত থাকায় বর্তমানে তাদের নাজুক অবস্থা। এছাড়াও হামলা-মামলাসহ গায়েবী মামলা খেতে খেতে তারা এখন ক্লান্ত। তাই তারা এখন রাজপথে থাকতে চায় না। না’গঞ্জের তৃণমূল বিএনপির সাথে জেলার আপামর জনসাধারণের কোন সম্পৃক্ততা নেই। তার কারণ নারায়ণগঞ্জ বিএনপি সংবাদের শিরোনাম হতে কেন্দ্রীয় বিএনপির কিছু রাজনৈতিক বিষয় নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ইফতার পার্টি করেছে। দিনের পর দিন তারা শুধু মুক্তির দাবী জানিয়ে যাচ্ছেন। অথচ কার্যত কোন আন্দোলন সংগ্রামের খবর নেই। নেত্রীর মুক্তি না হওয়ার সম্পূর্ণ দায়ভার বিএনপি নেতাকর্মীদের। কারণ তাদের অসর্ম্পূণ আন্দোলনের ফল ভোগ করছেন দলীয় চেয়ারপার্সন। যার ফলে ক্ষুব্ধ বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।
সচেতন মহলের মতে, এশযুগ ক্ষমতার ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যার ফলে, তারা আগের যেকোন সময়ের চেয়ে বেশ নাজুক অবস্থানে পড়েছে বলে মনে করছেন অনেকে। তবে নতুন কর্মকৌশল ঠিক করা নিয়ে ঘুরপাক খাচ্ছে দলটি। দল পরিচালনার পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে বিএনপিতে। এমতঅবস্থায় তাদের আগামী দিনের করণীয় নিয়ে দ্বিধা-দ্বন্দে¦র সৃষ্টি হয়েছিলো নেতাকর্মীদের মধ্যে। বিশেষ করে ঘুরে দাড়ানোর জন্য কী করতে হবে বা এই মূহুর্তে তাদের করণীয় কী এ বিষয়ে তাদের দৃশ্যমান কোন উদ্যোগ বললেই চলে। একের পর এক ইফতার পার্টির আয়োজন করে তারা মাইকে খালেদা জিয়ার মুক্তি জানিয়ে যাচ্ছে।
ইফতার পার্টিতে দোয়া প্রার্থনার মধ্যে দিয়ে খালেদা জিয়ার মুক্তি কল্পনার মতো। এসকল বিষয়বস্তুতে বাস্তবতার কোন ঠাঁই নেই বললেই চলে। সত্যিকার অর্থে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার ফলে ভবিষ্যতে ক্ষমতার স্বাদ নেয়ার ইচ্ছা হারিয়ে গেছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে থেকে। সেই সাথে হারিয়ে গেছে নেত্রীর মুক্তির দাবী জানানোর ইচ্ছা। কারণ কেউ এখন হামলা-মামলার শিকার হতে চায় না। কেউ আর দলীয় নেত্রীর জন্য জেল খাটতে চায় না। অথচ, বিএনপি ক্ষমতায় থাকাকালীন বেগম খালেদা জিয়াকে মা’ মা’ বলে মুখে ফেনা তুলতেন এই নেতাকর্মীরা। তারা এখন সেই মা’র কষ্ট অনুধাবন করে না। বৃদ্ধ একজন মহিলা যে কিনা বাংলাদেশ সরকারের তিন বারের প্রধানমন্ত্রী ছিলেন, সে ১৫ মাস যাবৎ জেলহাজতে। এই কথাগুলোও যদি নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের স্মরণে আসতো তাহলে তারা অনেক আগেই জেগে উঠতো, ঘুমিয়ে থাকতো না। জনগণের সামনে নেত্রীর মুক্তির নাটক না করে, সবাই ঐশবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা সম্ভব। এমনটাই মনে করেন জেলার রাজনৈতিক বিশ্লেষকরা।