সংবাদচর্চা রিপোর্ট:
মুক্তিযোদ্ধার জমি দখলে অভিযোগ উঠেছে নীট কনসান গ্রুপের কর্ণধার জয়নাল আবেদীন মোল্লার বিরুদ্ধে। গতকাল দুপুরে হাজীগঞ্জের পাঠানটুলি এলাকায় নীট কনসার্নের লোকজন গিয়ে মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন আহমেদের নির্মিত দেয়াল ভেঙ্গে জয়নাল আবেদীনের সাইনর্বোড টানিয়ে দেয় ও জমির মাঝখানে খুটি স্থাপন করেন।
গত শুক্রবার এই দেয়াল নির্মান করেছিলেন মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন আহমেদ ও সালাউদ্দিন আহমেদ।
স্থানীয় বাসিন্দা রেজওয়ানা বেগম বলেন, গতশুক্রবার একজন দেয়াল নির্মান করেন ও সাইনর্বোড টানিয়ে দিয়ে যান। আজ আরেক জনের লোকজন এসে দেয়াল ভেঙ্গে তাদের সাইনর্বোড টানিয়ে দেন।
নীট কনসার্নের মালিকের কর্মী পরিচয় দিয়ে আমান বলেন, কাউকে না জানিয়ে দেয়াল নির্মান করেন তিনি। আমরা আইন মোতাবেক অনুমতি নিয়ে তা ভেঙ্গে দিয়েছি। এই জমি নিয়ে মামলা চলছে।
নীট কনসানের ফায়ার ডিভিসনের সুপার ফাইজার লিটন বলেন, পাশ্ববর্তী জমির মালিক জানিয়েছেন তিনি এই জায়গাটি খরিদ করেছেন। ১৯৭৪ সনে তিনি শিক্ষকতা করে ২২ শতাংশ জমি কিনেছে বলে জানায় । যখন সিএমবির কাজ ধরলো ও জমির মাপ দিল তখন তিনি যে ২০ শতাংশ জমি কিনেছে ২০ হাজার টাকায় তা তিনি দেখাতে পারেনি। তিনি মিউটিশন করেন ১০ শতাংশ জমি। কিন্তু জমির মূল বিক্রেতার আরো ওয়ারিশ ছিল সে সকল ওয়ারিশগন নীট কনসার্নের মালিক জয়নাল সাহেবের কাছে জমি বিক্রি করে দেন।
মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নীট কনসার্নের কর্ণধার জয়নাল আবেদীন মেল্লার সাথে যোগাযোগ করতে নীট কনসার্নের অফিসে গেলে অফিসের লোকজন একজন আরেকজন কথা বলে পাশ কাটিয়ে চলে যায়।