সংবাদচর্চা রিপোর্টঃ
নারায়ণগঞ্জের তল্লায় মসজিদ ট্র্যাজেডিতে নিহত মুসল্লীদের পরিবারের পাশে দাড়িয়েছেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন এর নেতৃত্বে সংগঠনের একটি টিম অগ্নিদগ্ধ হয়ে নিহত পরিবারের স্বজনদের সাথে সাক্ষাৎ করেন এবং গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ নিহত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,সংগঠনের মহানগর সভাপতি ডাক্তার শরীফ মোহাম্মদমোসাদ্দেক, জেলা সেক্রেটারি মাওলানা আহমদ আলী, মহানগর সহ-সভাপতি ইলিয়াস আহমদ, জেলা প্রচার সম্পাদক কাউসার আহমাদ সরকার, ছাত্র মজলিস মহানগর সেক্রেটারি রিফাত হোসাইন, ফতুল্লা থানা সভাপতি জাহিদ হাসান, খালিদ সাইফুল্লাহ প্রমুখ।