প্রেস রিলিজ
কর্মরত অবস্থায় নিহত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর স্টেশন অফিসার মোঃ রেজাউল্লাহর পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছেন। আজ ২৫ নভেম্বর বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মরহুম মোঃ রেজাউল্লাহর বাবার হাতে ৫ লাখ টাকার এ চেক হস্তান্তর করেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন।
উল্লেখ্য, এ বছরের ১৬ জুলাই উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোঃ রেজাউল্লাহ সরকারি কাজে কর্মরত অবস্থায় মর্মান্তিক দুঘর্টনায় আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকগণ তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি সরকারি চাকরিতে যোগদান করেন ১৯৮৪ সালের ১ জুন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন বলেন, সরকার যেভাবে রেজাউলের পাশে দাঁয়েছে তা প্রশংসাযোগ্য। তিনি রেজাউল্লাহর বাবাকে আশ্বস্ত করেন, ফায়ার সার্ভিসও তার পরিবারের পাশে থাকবে। এ সময় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসনও অর্থ) মোঃ হাবিবুর রহমান সহ অধিদপ্তরের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।