আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহীতে নির্বাচনী পথসভায় ককটেল বিস্ফোরণ,আহত ৫

নির্বাচনী পথসভায় ককটেল বিস্ফোরণ

নির্বাচনী পথসভায় ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১৭ জুলাই  সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সাগরপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হয়েছেন একজন সাংবাদিকসহ পাঁচজন। তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সাগরপাড়ায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব গণসংযোগের জন্য উদ্বোধনী সমাবেশ করছিলেন। এসময় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এ হামলা পরিকল্পিত। রাজশাহীতে বিএনপির গণসংযোগ ঠেকাতে এ হামলা করা হয়েছে।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এ হামলা চালনো হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

সর্বশেষ সংবাদ