সারা বাংলার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে তিনি নির্বাচন করবেন। রোববার দুপুরে মুঠোফোনে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সুত্র : প্রথম আলো। যদি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এখনো।
চলতি কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন মৌসুমী। নির্বাচিত হওয়ার তিন মাসের মাথায় ২০১৭ সালের ৩ জুলাই তিনি পদত্যাগ করেন। এবার তিনি সভাপতি প্রার্থী হচ্ছেন। আর এ নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে এবারই প্রথম একজন নারী সভাপতি প্রার্থী হচ্ছেন। মৌসুমী বলেন, ‘সবার অনুরোধেই প্রার্থী হতে যাচ্ছি। আমারও আগ্রহ ছিল। এই জায়গাটাতে এসে চলচ্চিত্র, চলচ্চিত্রশিল্পীদের জন্য নতুন কিছু করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আজ রাজ্জাক আঙ্কেল নেই। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি তাঁকে। এ ছাড়া ফারুক ভাই, সোহেল রানা ভাই, আলমগীর ভাই, উজ্জ্বল ভাই, কাঞ্চন ভাই, রুবেল ভাই, কবরী আপা, সুচন্দা আপা, ববিতা আপা, রোজিনা আপা, চম্পা আপাসহ জ্যেষ্ঠ গুণী শিল্পীদের কাছে যাব। তাঁদের আশীর্বাদ নিয়েই মাঠে নামব।’
মৌসুমীকে অভিনন্দন জানান বর্তমান কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য পূর্ণিমাও। তিনি বলেন, ‘আমি তাঁর পক্ষে। বর্তমান সময়ে মৌসুমীর মতো মানুষদেরই সমিতির সভাপতি হিসেবে আসা উচিত।

