আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিরক্ষরতা ভেদ করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন আলোর পথে : এমপি গাজী

নিরক্ষরতা ভেদ করে

নিরক্ষরতা ভেদ করে

নবকুমার :  রূপগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি রণাঙ্গণের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বলেন,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন নিরক্ষরতা ভেদ করে আলোর পথে যাচ্ছে। সাক্ষরতার হার দুর্বার গতিতে বৃদ্ধি পাচ্ছে। বহি:বিশ্বে বাংলাদেশ এখন শিক্ষিত জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে।

তিনি বলেন, সাক্ষরতা বৃদ্ধির জন্য বিনামূল্যে সরকার বই বিতরণ করছে। উপবৃত্তি প্রদান করছে। স্কুল কলেজে মাদ্রাসায় নতুন ভবন নির্মান হচ্ছে।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছিলো বলেই আজ তোমরা বাংলা ভাষায় কথা বলতে পারো, লেখা পড়া করতে পারো। দেশ স্বাধীন না হলে তোমাদের উর্দু ভাষায় কথা বলতে হতো।
শিক্ষকদের উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধু প্রথম শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে। বর্তমান সরকার আপনাদের বেতন বৃদ্ধি করেছে। এখনো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হচ্ছে। আপনাদের প্রচেষ্টায় ২০৪১ সালের আগেই বাংলাদেশ শতভাগ সাক্ষরতা অর্জন করবে। তাই আপনারা বিএনপি জামায়াতের কোন ষড়যন্ত্রে পা দেবেন না।

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে অভিভাবকদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান গোলাম দস্তগীর গাজী।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্মতা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভুঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহেদা আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রহিমসহ অনেকে।

এছাড়া আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা মিলনায়তন থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ।