নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ চুরি মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
১২ মে রোববার সকালে শহরের নিতাইগঞ্জ ও বিকে রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিদ্যুৎ চুরি মামলার তিন বছর করে সাজা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. মিলন ৯২/১ বিকে রোড় এলাকার সুরুজ মিয়ার ছেলে ও বেনজির আহম্মেদ ফেমাস নিতাইগঞ্জ এলাকার মালেকের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, বিদ্যুৎ চুরি মামলার মো. মিলন ও বেনজির আহম্মেদ ফেমাসের বিরুদ্ধে আদালত তিন বছর করে সাজা ঘোষণা করেন। রোববার সকালে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।