আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে নিখোঁজের পর ঢাবি ছাত্রের লাশ উদ্ধার

নিখোঁজ

রূপগঞ্জে নিখোঁজ পর ঢাবি ছাত্রের লাশ উদ্ধারনিখোঁজ

রূপগঞ্জ প্রতিনিধি:

রূপগঞ্জ থেকে নিখোঁজের ১২ ঘন্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্র বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র পারভেজ মিয়া (২২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে স্থানীয়রা পারভেজ মিয়ার লাশ শীতলক্ষ্যা নদে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। সকাল ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ প্রেরন করেন।

সোমবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ঔ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিহতের পিতা জয়নাল আবেদীন জানান, তার ছেলে পারভেজ মিয়া লেখাপড়ার পাশাপাশি স্থানীয় শাহিন, আলী হোসেন, কবির হোসেন ও মানিক মিয়ার যৌথ মালিকানাধীন মেঘনা শ্রমজিবী সমবায় সমিতিতে চাকুরী করতো। রোববার রাত ৯ টার পর সে নিখোঁজ হয়। এর পর তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় মেঘনা শ্রমজিবী সমবায় সমিতির ম্যানেজার জাহাঙ্গীর ও দুই কর্মচারী সোহাগ এবং শারমীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।