আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ওমর ফারুকের লাশ দ্রুত ফেরন চায় স্বজনরা

নিজস্ব প্রতিবেদক
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল-নূর মসজিদে সন্ত্রাসীর গুলিতে নিহত নারায়ণগঞ্জের ওমর ফারুকের লাশ শনাক্ত করা হয়েছে। শনিবার রাতে নিউজিল্যান্ডে যোগাযোগ করে লাশ শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতির বড় ভাই মোশারফ হোসেন। ওমর ফারুকের লাশ দ্রুত ফিরিয়ে আনাসহ ক্ষতিপূরণ দাবী করছেন পরিবারের স্বজনরা। তাদের দাবী, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিটিকে হারিয়ে সংসার চালানোর মতো আর কেউ রইলো না।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার বাবা হারা তিন বোনের একমাত্র ভাইটি পরিবারটিকে টিকিয়ে রাখতে ভালো উপার্জনের আশায় ২০১৫ সালে পাড়ি জমান নিউজিল্যান্ডে। সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানীতে কাজ করতেন ওমর ফারুক।

২০১৭ সালের ডিসেম্বরে বাড়িতে ছুটিতে আসার পর একই এলাকার সানজিদা জামান নিহার সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আবার নিউজিল্যান্ড চলে যান ওমর ফারুক। গত ১৬ নভেম্বর ছুটি নিয়ে আবারো দেশে আসেন। কিছুদিন বাড়িতে পরিবারের সঙ্গে কাটিয়ে ১৮ জানুয়ারি নিউজিল্যান্ড ফিরে যান তিনি। স্ত্রী সানজিদা জামান নিহার বর্তমানে ৩ মাসের অন্তঃসত্তা। স্ত্রীর সাথে তার শেষ কথা হয় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৫১ মিনিট আর নিউজিল্যান্ড সময় শুক্রবার সকাল ৮টার সময়।

এরপর ওমর ফারুকের সাথে পরিবারের আর কোন যোগাযোগ হয় নি। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ আল-নূর মসজিদে জুম্মার নামাজের সময় এক বন্দুকধারীর এলাপাতাড়ি গুলিতে ৪৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনার পর থেকে নিখোঁজ থাকেন ওমর ফারুক। শনিবার বিকেলে গণমাধ্যমে আরো দুই বাংলাদেশীর লাশ শনাক্ত হওয়ার খবর জানতে পেরে স্বজনরা যোগাযোগ করেন নিউজিল্যান্ডে। সেখান থেকেই তারা ওমর ফারুকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।