আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

অনলাইন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোক বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র শিল্প তথা সংস্কৃতাঙ্গন এক কিংবদন্তিকে হারালো, যে ক্ষতি সহজে পূরণ হবার নয়। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার অবদানের কথা উল্লেখ করেন।
শোকবাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সোমবার (২১ আগষ্ট) সন্ধ্যায় নায়করাজ রাজ্জাক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।