আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিম ওসমান স্মরণে কলাগাছিয়া ইউপির মিলাদ ও দোয়া

নাসিম স্মরণে দোয়া

নাসিম স্মরণে দোয়া

 

বন্দর প্রতিনিধি:
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের উদ্যোগে প্রয়াত এমপি নাসিম ওসমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বন্দর উপজেলার কান্দীপাড়াস্থ কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের। কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জামান, ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল মোমেন কচি, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ হাবিবুর রহমান, ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ জিয়াউদ্দিন, ৭নং ওয়ার্ড মেম্বার মোসলেহ উদ্দিন, ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ মনির হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বার হাছিনা বেগম পলি, উম্মে হাবিবা পান্না, মাসুদা আক্তার ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিফ হাওলাদারসহ স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।