আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিক কাউন্সিলর মতি ছেলেসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি (৫৫) ও তার ছেলে বাবুইকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাত দুইটার সময়ে ডিএমপি ভাটারা থানা পুলিশ অভিযান পরিচালনা করে এই পিতাপুত্রকে গ্রেফতার করে।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের থানার রাজনৈতিক মামলায় মতি ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমাদের থানার যেহেতু মামলা তাহলে এখান থেকেই তাদের আদালতে পাঠানো হবে।’
কাউন্সিলর মতিউর রহমান মতি সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ড আইলপাড়া এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। সে ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতা হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলায় এজাহার ভুক্ত আসামি এই কাউন্সিলর মতি। তিনি শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

এর আগে একটি দুর্নীতি মামলায় কারাভোগ করেন মতি। দুদক জানায়, মতিউর রহমান মতির বিরুদ্ধে ৬ কোটি ১ লাখ ৭২ হাজার ২৬৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১০ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৬৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলায় হয় তার বিরুদ্ধে।