আদালত প্রতিবেদক : আজ রবিবার সকাল ১১ টায় নারায়নগঞ্জ জেলা কোর্ট প্রাঙ্গণে ভেজাল প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নাঃগঞ্জ জেলা কমিটির উদ্যেগে জেলা কোর্ট প্রাঙ্গণে উপস্থিত সকলের মধ্যে লিফলেট বিতরন করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ আইনজীবি এডভোকেট সাখাওয়াত হোসেন,চিকিৎসক ডাঃ হালিম দৈনিক বিজয় পত্রিকার প্রকাশক কামাল প্রধানসহ আরও অনেকে।
জেলা কমিটি ভেজাল প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরনের জন্য আগামী দিনগুলোর কর্মসূচি গ্রহন করেছেন। কর্মসূচীর মধ্যে আগামী ১৮/০৯/১৭ ভিক্টোরিয়া হাসপাতাল, ১৯/০৯/১৭ নাঃগঞ্জ সদর উপজেলা, ২০/০৯/১৭ চাষাড়া রেল ষ্টেশন, ২১/০৯/১৭ নাঃগঞ্জ রেল ষ্টেশন ও ২২/০৯/১৭ চাষাড়া বাগে জান্নাত মসজিদ প্রাঙ্গনে। কর্মসূচী সফল করার জন্য সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক সকলের সহযোগিতা কামনা করেন।