সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। তিনি একজন দক্ষ আমলা। ইতোমধ্যে তার দক্ষতার পরিচয় ফুটে উঠেছে। তিনি পাবনায় দায়িত্ব পালনের সময় রাজশাহী বিভাগের মধ্যে সেরা হয়েছিলেন। বিশেষ করে শিক্ষার উন্নয়ন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারায়ণগঞ্জেও তিনি শিক্ষার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। শিক্ষকদের দক্ষতা দেখতে তিনি নিজেই ছাত্র সেজে স্কুল পরিদর্শন করছেন। ছাত্রদের সাথে বেঞ্চে বসে পড়ছেন। তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিচ্ছেন। সোমবার ( ২ মার্চ) জেলা প্রশাসক জসিম উদ্দিন নারায়ণগঞ্জের জয় গোবিন্দ হাই স্কুল ছাত্র সেজে কিছু সময় কাটান। শিক্ষক কিভাবে পড়ায় এটাও তিনি দেখলেন। একই সঙ্গে নিজের ছেলেবেলার কথা স্মরণ করেছেন জসিম উদ্দিন। এসময় বিদ্যালয়টির শিক্ষক- শিক্ষার্থীরা উৎফুল্ল ছিলো।