আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের ডিসি এসপিকে বিএনপির হুশিয়ারী

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নানা ইস্যুতে হুশিয়ারী দিয়েছেন বিএনপির নেতারা। কক্সবাজারের উখিয়ায় সফরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্যে এসব হুশিয়ারী বাণী উচ্চারণ করা হয়।

২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের বালুর মাঠ এলাকায় এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। তবে এর আগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হলেও পুলিশের কঠোর অবস্থানের কারণে সেখানে সমাবেশটি করতে পারেনি। পরে বাধ্য হয়ে প্রেস ক্লাবের পিছনে বালুর মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহামুদ ও বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর।

বিক্ষোভ সমাবেশে অধ্যাপক মামুন মাহামুদ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে ইঙ্গিত করে বলেন, আপনারা বিএনপিকে দমানোর চিন্তা বাদ দিন। নারায়ণগঞ্জ এখন খুনের নগরীতে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আপনারা বিএনপিকে দমানোর চিন্তা বাদ দিয়ে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নতি ঘটান। আপনারা অতিউৎসাহিত বিএনপিকে হামলা মামলা দিয়ে দমানোর চিন্তা বাদ দেন। দেশের জনগণ যেকোন সময় আওয়ামীলীগকে ক্ষমতা থেকে হেচকা টান দিয়ে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিবে।

সভাপতির বক্তব্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস ডিসি এসপিকে হুুংকার দিয়ে বলেন, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ শাহআলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ক্লিন ইমেজের লোক। তারা ক্লিন ইমেজ নিয়েই রাজনীতি করেন। আজকে পুলিশ আমাদের মাঠ দখল করেছেন। আমরা ডিসি এসপিকে বলতে চাই, নারায়ণগঞ্জে অনেক ডিসি এসপি এসেছিল আবার চলে গেছে। আপনারাও চলে যাবেন। কিন্তু আপনারা যা করছেন তার জবাব জনগনের কাছে দিতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, আব্দুল হাই রাজু, মনিরুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, যুগ্ম সম্পাদক এমএ আকবর, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহিমা শরীফ মায়া, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক একরামুল কবির মামুন, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, আড়াইহাজার বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু, মহিলা দলের সভাপতি পারভীন আক্তার, ফতেহপুুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনি, ফতুল্লা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাাদিম হাসান মিঠু, সোনারগাঁও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নূরে ইয়াসিন নোবেল, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, রিয়াজুল ইসলাম রিয়াজ, মনির হোসেন প্রমুখ।