আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে ৪ জেএমবি রিমান্ডে

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের (জেএমবি) চার সদস্যকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাওছার আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (২৭ নভেম্বর) রাতে ফেনী সদর উপজেলা থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদি বই, লিফলেট ও সাংগঠনিক কাজে ব্যবহৃত ল্যাপটপসহ তাদের গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১১ সদর দফতরের সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন জানান, গ্রেফকৃতরা নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়েরকৃত সন্ত্রাস দমন আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। দীর্ঘদিন ধরে তারা আইনশৃংখলা বাহিনীর চোখ এড়িয়ে বিভিন্ন জেলায় পালিয়ে গোপনে জেএমবির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিত্তে ফেনী সদর উপজেলার মায়ানিবাস, পশ্চিম বিজয়শিং ও সিলোনিয়া হাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ দুপুরে গ্রেফতার চারজন আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে বিচারক শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মাওলানা মো. সাইফুল্লাহ, মো. মাহাদী ওরফে মেহেদী হাসান ওরফে দাউদ, মাওলানা আজিজুল হক ও হাফেজ মাওলানা ইদ্রিস।