সংবাদচর্চা রিপোর্ট:
নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি দক্ষিণাঞ্চলের প্রধান তরিকুল ইসলাম তারেক ওরফে নাজমুস সাকিবকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের ১নং লঞ্চঘাট এলাকা থেকে তরিকুল ইসলাম তারেককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, প্রশিক্ষণ ম্যানুয়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
জানা গেছে তরিকুল ইসলাম নাজমুস সাকিব ২০০৪ সালে বাগেরহাট জেলার কচুয়া থানার মাধবকাঠি আহমাদিয়া ফাজিল মাদ্রাসা হতে দাখিল, ২০০৬ সালে খুলনা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা হতে আলিম, ঢাকার মদিনাতুল উলুম বালক কামিল মাদ্রাসা হতে ২০১০ সালে ফাজিল এবং ২০১৩ সালে কামিল পাশ করে।
মোঃ তরিকুল ইসলাম নাজমুস সাকিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, প্রথম পর্যায়ে সে জেএমবির সামরিক শাখার সদস্য ছিল এবং জামালপুরের যমুনা নদীর চর, আব্দুল্লাহ আল মামুনের বাসার ছাদসহ বিভিন্ন জায়গায় জেএমবির অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল। ২০১৭ সালে আইন শৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতা শুরু হলে সাকিব ঢাকায় এসে আতজ্ঝগোপন করে তার দায়িত্বপূর্ণ এলাকা দক্ষিণাঞ্চলের পাশাপাশি ঢাকা ও এর আশেপাশের জেলা গুলোতে জেএমবির দাওয়াতি কাজে মনোনিবেশ করে সম্পূর্ণ নতুন ভাবে সদস্য সংগ্রহ করে সংগঠনকে পূর্ণগঠনের চেষ্টা করে। বর্তমানে সে জেএমবির দাওয়াতি শাখার দক্ষিনাঞ্চলীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছে বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে সাকিব আরো জানায় যে, সে জেএমবিকে পূর্ণগঠিত করার জন্য অস্ত্র সংগ্রহের প্রচেষ্টা অব্যহত রেখেছে এবং জামালপুর জেলার যমুনা নদীর চরে জেএমবির নতুন ১টি প্রশিক্ষণ শিবির খোলার কথা ছিল। তার বিরুদ্ধে বাগেরহাটে কচুয়া থানায় ১টি, ডিএমপি যাত্রাবাড়ী থানায় ১টি, নরসিংদী সদর থানায় ১টি, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৫টি সর্বমোট ৮টি মামলা রয়েছে। যার সবগুলোই সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা।