আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে লঞ্চডুবি : সেই জাহাজটি জব্দ,চালক আটক

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় এ রিপোর্ট পর্যন্ত নারী ও শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় চালকসহ ঘাতক জাহাজ এমভি রূপসী-৯-এর সকল স্টাফ ও কর্মীদের আটক এবং জাহাজটি জব্দ করে গজারিয়া কোস্টগার্ড ও নৌপুলিশ।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি মীনা মাহমুদা। তিনি বলেন, ওই জাহাজটির চালকসহ সবাইকে আটক করা হয়েছে। এর আগে, দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার কয়লাঘাট এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে এই দুর্ঘটনা ঘটে।

লঞ্চডুবির ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পেছন থেকে একটি কার্গো জাহাজ ঠেলে অনেক দূর নিয়ে যায় যাত্রীবাহী লঞ্চটিকে। পরে লঞ্চটিকে ডুবিয়ে দিয়ে মুন্সিগঞ্জের দিকে চলে যায় কার্গো জাহাজটি।

এদিকে, দুর্ঘটনার কারণ তদন্তে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শামীম বেপারীকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিআইডাব্লিউটিএ) ড. আ ন ম বজলুর রশিদকে প্রধান করে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।