আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৭ দিন ধরে নিখোঁজ আসাদুল

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ নগরীতে গাড়ির পন্য বিক্রেতা ও গ্যারেজের ম্যাকানিক মো. আসাদুল ইসলাম ওরফে রিদয় (২৮) নামের এক যুবক ৭ দিন ধরে নিখোঁজ হয়েছেন।

২৯ নভেম্বর রাতে তিনি নিখোঁজ হন। সম্প্রতি আসাদুল ইউটিউব এর স্বল্প দৈর্ঘ নাটক তৈরি কাজ করছিলেন। গত শনিবার গাজিপুর থেকে কাজ শেষে নারায়ণগঞ্জে আসেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। তিনি রাত আনুমানিত ১১ টা থেকে ১২ টার মধ্যে চাষাঢ়া থেকে অনাবিল বাসে করে ঢাকা যাওয়ার জন্য রওনা দেয়।

এরপর ঢাকার একটি বুথ থেকে তার ব্যবহিত কার্ডের মাধ্যমে টাকা উঠানো হয়। তবে গত ৭ দিনেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার ভাই । এ ঘটনায় চিন্তিত আসাদুলের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন। এবং আসাদুল ইসলামের সন্ধান পেলে ০১৬২৯৩৫৭৬৬৯ এই নাম্বারে যোযোগ করার জন্য তার পরিবার অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ