সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জে বিট পুলিশিং ডিজিটাল মনিটরিং সিস্টেম (বিপিডিএমএস) সফটওয়্যার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ৪ মে সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন।
জেলা পুলিশ নারায়ণগঞ্জের সকল অফিসার দুই দিনের ৪টি সেশনে নতুন এ সফটওয়্যার এর ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করছেন। আজ ২টি সেশনের প্রশিক্ষণ শেষ হয়েছে। ৫ মে আরো ২টি সেশনের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হবে। ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়ের তত্ত্বাবধানে সফটওয়্যার প্রশিক্ষকগণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।