আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে আরেকটা শাপলা চত্বর হতে পারে- খোরশেদ

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা আমার নবীকে শেষ নবী হিসেবে মানবে না তারা মুসলিম পরিচয় বহন করতে পারবে না। তাই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আগামী তিন মাসের মধ্যে যদি সংসদে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে আইন পাশ করা না হয় তাহলে নারায়ণগঞ্জে আরেকটা শাপলা চত্বর হতে পারে।

শনিবার (১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ইদগাহ ময়দানে কাদিয়ানী বিরোধি মহাসমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

খোরশেদ বলেন, আমারা মন্ত্রীত্ব চাইনা, সংসদ সদস্য হতে চাইনা। আমরা চাই আমাদের নবীর ইজ্জত রক্ষা করতে। আর এর জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় তাতেও আমরা পিছপা হবো না। আমরা জানি আমাদের ইসলামের মূল স্তম্ভ কালিমা। আর এর বিরোধীতা কারে ইসলামের পরিচয় বহন করবেন তা হবে না, কখনোই হবে না। তাই সরকারের কাছে বিনীত আবেদন অচীরেই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হোক।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কাদিয়ানী বিরোধী এক মহা ইসলামী সমাবেশে লাখো ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়। সমাবেশে বক্তারা কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করার জোর দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, হেফাজতের আমীর আল্লামা আহমদ শফী, জেলা হেফাজত ইসলামের সভাপতি মাও. আবদুল আওয়াল,সাধারণ সম্পাদক মাও.ফেরদাউসুর রহমান, কেন্দ্রীয় শ্রমিক লীগের শ্রম কল্যান ও উন্নয়ন সম্পাদক কাওছার আহমেদ পলাশ, খতমে নবুয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী কাসেমী, খেলাফত আন্দোলনের আমির মাও. মজিবুর রহমান, হাজী শরীত উল্লাহর উত্তর শরী মাও. হানজালা, নারায়ণগঞ্জ মহানগর ইসলামি আন্দোলনের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, মাও. ওবায়দুর রহমান প্রমূখ।

এসআইএস/এসএমআর